Solution
Correct Answer: Option C
Hyper Text Transfer Protocol (HTTP)এক প্রকার নেটওয়ার্ক Protocol যা Browser ও Server এর মধ্যে যোগাযোগ স্থাপন করে ।
- Data Transfer নিয়ন্ত্রণ করে থাকে ।
- HTTP সাধারণত ডিফল্ট সার্ভার পোর্ট ৮০ ব্যবহার করে খুব সহজে Data গুলোকে প্রেরণ ও গ্রহণ করতে পারে ।
- HTTPS (Security Socket Layer) এর পোর্ট হল ৪৪৩।