‘কবি কবি ভাব কিন্তু ছন্দের অভাব’- এখানে ‘কবি কবি’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Solution
Correct Answer: Option D
দ্বিরুক্ত শব্দকে ভাঙলে পাওয়া যায় ‘দ্বি+উক্ত’। অর্থাৎ, যা দুইবার বলা হয়েছে।
দ্বিরুক্ত শব্দ ৩ প্রকারঃ
- শব্দের দ্বিরুক্তি,
- পদের দ্বিরুক্তি ও
- অনুকার দ্বিরুক্তি
এখানে কবি কবি পর পর দুইবার ব্যাবহিত হয়েছে। এটি দ্বিরুক্তি বিশেষ্য পদের বিশেষণের সামান্যতা (উপহাস) বোঝাতে প্রয়োগ হয়েছে।