ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত হলে ভাববাচক বিশেষ্য হয়?
Solution
Correct Answer: Option D
ভাববাচক বিশেষ্য গঠনে 'আই' এবং 'আও' এই দুটি প্রত্যয়ই ব্যবহৃত হয়।
যেমন,
- ভাববাচক বিশেষ্য গঠনে 'আই' প্রত্যয়ের ব্যবহার : √চড়্ + আই = চড়াই
- ভাববাচক বিশেষ্য গঠনে 'আও' প্রত্যয়ের ব্যবহার : √চড় + আও = চড়াও।