Solution
Correct Answer: Option A
- সৈয়দ শামসুল হক ১৭৮৩ সালের রংপুর-দিনাজপুর অঞ্চলের সামন্তবাদ বিরোধী কৃষক নেতা নূরলদীনের সংগ্রাম নিয়ে রচনা করেন বিখ্যাত কাব্যনাট্য 'নূরলদীনের সারা জীবন' (১৯৮২)।
- এ নাটকের বিখ্যাত উক্তি- 'জাগো, বাহে, কোনঠে সবায়'।
তাঁর রচিত অন্যান্য কাব্যনাট্য:
- 'পায়ের আওয়াজ পাওয়া যায়' (১৯৭৬),
- 'গণনায়ক' (১৯৭৬),
- 'এখানে এখন' (১৯৮৮),
- 'ঈর্ষা'।