‘দ্যুলোক’ শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ কোনটি?
A দুঃ + লোক
B দিব্ + লোক
C দ্বি + লোক
D দিঃ + লোক
Solution
Correct Answer: Option B
দ্যুলোক = দিব্ + লোক। এটি নিপাতনে সিদ্ধ সন্ধি কারণ নিয়ম মেনে হয়নি।
আরও কয়েকটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ হচ্ছে-
- বৃহৎ + পতি = বৃহস্পতি;
- মনস্ + ঈষা = মনীষা;
- ষট্ + দশ = ষোড়শ;
- তৎ + কর = তস্কর প্রভৃতি।