বাংলা ভাষার প্রথম ব্যাকরণ বাংলাদেশের কোন অঞ্চলে রচিত হয়?
A চট্টগ্রাম
B গাজীপুর
C নোয়াখালী
D সিলেট
Solution
Correct Answer: Option B
মনোএল দা আসসাম্পসাঁও একজন পর্তুগীজ যিনি বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচয়িতা। তিনি ১৭৩৪-৪২ সালে গাজীপুরের ভাওয়ালে একটি গির্জায় ধর্মযাজকের দায়িত্ব পালনকালে ভবিষ্যৎ ধর্মযাজকদের সুবিধার জন্য 'Vocabolario em idioma Bengalla e Portuguez dividido em duas Partes' শিরোনামে একটি গ্রন্থ রচনা করেন। গ্রন্থটি পর্তুগালের রাজধানী লিসবন থেকে ১৭৪৩ সালে প্রকাশিত হয়।