Solution
Correct Answer: Option C
- বাংলা সাহিত্যের ইতিহাসে ১২০১-১৩৫০ সাল পর্যন্ত সময়কে অন্ধকার যুগ বলে।
- ত্রয়োদশ শতকে প্রাকৃত ভাষায় শ্রীহর্ষ রচিত গীতিকবিতার মহাসঙ্কলন 'প্রাকৃতপৈঙ্গল', যা অন্ধকার যুগের প্রথম সাহিত্যিক নিদর্শন।
- অন্ধকার যুগের অপর ২টি সাহিত্য হলো: রামাই পণ্ডিত রচিত ৫১টি অধ্যায় সম্বলিত সংস্কৃত ভাষায় গদ্য পদ্য মিশ্রিত চম্পুকাব্য 'শূন্যপুরাণ' এবং সংস্কৃত ভাষায় রাজা লক্ষ্মণ সেনের সভাকবি হলায়ুধ মিশ্র কর্তৃক রচিত ২৫টি অধ্যায়ে গদ্য পদ্যে মিশ্রিত চম্পুকাব্য 'সেক শুভোদয়া'।