উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম কত সালে একত্রিত হয়?
Solution
Correct Answer: Option C
- উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম ১৯৭৫ সালের ৩০ এপ্রিল একত্রিত হয়।
- এই ঘটনাটি "সাইগনের পতন" নামে পরিচিত, যখন উত্তর ভিয়েতনামের সেনাবাহিনী দক্ষিণ ভিয়েতনামের রাজধানী সাইগন দখল করে।
- এর মাধ্যমে ভিয়েতনাম যুদ্ধ শেষ হয় এবং ভিয়েতনাম একটি unified, সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে।
- যদিও আনুষ্ঠানিকভাবে ১৯৭৬ সালের ২ জুলাই ভিয়েতনাম সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র (Socialist Republic of Vietnam) গঠিত হয়, তবে বাস্তবিক অর্থে ১৯৭৫ সালেই দুই ভিয়েতনাম একত্রিত হয়ে গিয়েছিল।