বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার বিষয়ক কয়টি আর্টিকেল রয়েছে?

A ২০টি

B ১৯টি

C ১৮টি

D ২২টি

Solution

Correct Answer: Option D

- বাংলাদেশের সংবিধান জনগণের মৌলিক অধিকারের উৎস ও রক্ষক হিসেবে বিবেচিত, যেখানে নাগরিকদের মৌলিক অধিকার এবং এর নিশ্চয়তার বিধান সন্নিবেশিত রয়েছে।
- সংবিধানে মোট ১৫৩টি অনুচ্ছেদ,
- ১১টি ভাগ,
- ৭টি তফসিল,
- ৪টি মূলনীতি এবং
- ১টি প্রস্তাবনা রয়েছে।

- তৃতীয় ভাগের বিষয়বস্তু হলো মৌলিক অধিকার, যেখানে ২৬নং থেকে ৪৭নং পর্যন্ত মোট ২২টি অনুচ্ছেদ অন্তর্ভুক্ত।
- তবে ৩০নং অনুচ্ছেদটি মৌলিক অধিকারের অন্তর্গত নয়।
- সংবিধান দেশের নাগরিকদের অধিকার সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions