'পাঁচালিকার' হিসাবে সর্বাধিক খ্যাতি কার ছিল?

A রামনিধি গুপ্ত

B দাশরথি রায়

C ফকির গরীবুল্লাহ

D রামরাম বসু

Solution

Correct Answer: Option B

- দাশুরায় নামে পরিচিত পাঁচালিকার হিসেবে সর্বাধিক খ্যাত ভারতীয় বাঙালি স্বভাবকবি দাশরথি রায়।
- বাংলার প্রাচীন লৌকিক সংগীতগুলোর মধ্যে অন্যতম পাঁচালি গান উনবিংশ শতাব্দীর প্রথমদিকে এদেশে ব্যাপক জনপ্রিয় ছিল।
- 'তিনি নিজেই দলবেঁধে পাঁচালি গান গাইতেন।
- তাঁর রচিত পাঁচালি পালা দশখণ্ডে প্রকাশিত হয়েছিল।

- বাংলা টপ্পা গানের জনক রামনিধি গুপ্ত;
- পুঁথি সাহিত্যের প্রাচীনতম ও শ্রেষ্ঠ কবি ফকির গরীবুল্লাহ;
- কেরী সাহেবের মুর্শি নামে পরিচিত রামরাম বসু।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions