Solution
Correct Answer: Option D
- হুমায়ুন আহমেদ রচিত উপন্যাস 'নীল অপরাজিতা' (১৯৯১) ।
- এ উপন্যাসে কেন্দ্রিয় চরিত্র শওকত নামে একজন ঔপন্যাসিক ।
- তিনি গ্রামে গিয়ে গ্রাম্য পরিবেশে সাহিত্য রচনায় প্রবৃত্ত হন তাকে গ্রাম্য একটি মেয়ে পুস্প উদাস করে দেয় তার প্রেমের আহ্বানে ।কিন্তু শওকত সাহেব তার স্ত্রীর ভালবাসাও উপেক্ষা করতে পারেননা ।
অপরাজিতা নিয়ে তথ্য গুলো মনে রাখুনঃ
- ‘অপরাজিতা’ (১৯১৫) কাব্যের রচয়িতা যতীন্দ্রমোহন বাগচী।
- বিভূতিভূষণ বন্দোপাধ্যায় এর বিখ্যাত উপন্যাস ‘পথের পাঁচালী’ এর দ্বিতীয় খন্ডের নাম অপরাজিতা।