নিত্য মূর্ধন্য-ষ কোন শব্দে বর্তমান?

A কষ্ট

B উপনিষৎ

C কল্যাণীয়েষু

D আষাঢ়

Solution

Correct Answer: Option D

আষাঢ় ,শেষ ,ভাষা ,মানুষ ,পৌষ ,বিশেষ ,পাষাণ ,শোষণ ,প্রভৃতি শব্দে নিত্য -মূর্ধন্য -ষ বর্তমান ।
- ষ-ত্ব বিধান অনুযায়ী, ট ও ঠ এর সঙ্গে যুক্ত হলে দন্ত্য -স না হয়ে মূর্ধন্য -ষ হয় । যেমন -কষ্ট ,কাষ্ঠ ,ওষ্ঠ ।
- সম্ভাষণসূচক শব্দে এ -কারের পর মূর্ধন্য -ষ হয় । যেমন -কল্যাণীয়েষু , প্রিয়বরেষু

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions