-রুপসী বাংলার কবি ,ধূসরতার কবি ,তিমির হননের কবি ,নির্জনতার কবি,চিত্ররুপময় কবি জীবনানন্দ দাশ ১৭ ফেব্রুয়ারি ,১৮৯৯ সালে বরিশালের এক ব্রাক্ষ্ম পরিবারে জন্মগ্রহণ করেন ।
-তিনি ১৪ অক্টোবর ,১৯৫৪ সালে বালিগঞ্জে ট্রামের নিচে পড়ে আহত হন ,পরে ২২ অক্টোবর শম্ভুগঞ্জ পণ্ডিত হাসপাতালে মারা যান ।
- জীবনানন্দ দাশ রচিত প্রথম কাব্যগ্রন্থ
- ঝরাপালক, দ্বিতীয় কাব্যগ্রন্থ - ধূসর পাণ্ডুলিপি।
অন্যান্য কাব্যগ্রন্থ:
- বনলতা সেন,
- রূপসী বাংলা,
- মহাপৃথিবী,
- সাতটি তারার তিমির,
- বেলা অবেলা কালবেলা ইত্যাদি।
তাঁর রচিত উপন্যাসসমূহঃ
- মাল্যবান,
- সুতীর্থ,
- নিরুপম যাত্রা ইত্যাদি।