নিচের কোন শব্দে ণ-ত্ব বিধান অনুসারে ‘ণ’ এর ব্যবহার হয়েছে?
Solution
Correct Answer: Option D
- নিক্বণ ,লবণ ,কল্যাণ শব্দে স্বভাবতই মূর্ধন্য -ণ হয় ।
- তৎসম শব্দে ঋ ,র ,ষ এর পড়ে মূর্ধন্য-ণ হয় ।
- যেমন -ব্যাকরণ ,ঋণ ,তৃণ ,বর্ণ ,বর্ণনা , কারণ ,বিকিরণ ,মরণ ,সমীরণ ইত্যাদি