কোন বাক্যটি শুদ্ধ?

A আপনি স্বপরিবারে আমন্ত্রিত

B তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম

C তোমার পরশ্রীকাতরতায় আমি মুগ্ধ নই

D সেদিন থেকে তিনি সেখানে আর যায় না

Solution

Correct Answer: Option B

অপশন ক -তে সপরিবারে হবে।
অপশন গ-তে 'পরশ্রীকাতরতা ' এর সাথে 'মুগ্ধ ' শব্দটি প্রযোজ্য নয় । কারণ ,' পরশ্রীকাতরতা 'হিংসা বা ঈর্ষা অর্থে ব্যবহৃত হয় । তাই এর সাথে 'মুগ্ধ ' শব্দের প্রয়োগ যথাযথ নয় ।
অপশন ঘ -তে 'যায় ' এর স্থলে 'যান 'হবে ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions