বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র কোনটি?

A বঙ্গদর্শন

B দিকদর্শন

C সংবাদ প্রভাকর

D তত্ত্ববোধিনী

Solution

Correct Answer: Option B

- ১৮১৮ সালের এপ্রিল মাসে বাংলা ভাষার প্রথম সাময়িকপত্র হিসেবে হুগলি জেলার শ্রীরামপুর মিশনারিদের পক্ষ থেকে জন ক্লার্ক মার্শম্যানের সম্পাদনায় 'দিকদর্শন ' প্রকাশিত হয় ।
- সংবাদ অপেক্ষা ধর্মীয় নীতিকথা ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে তথ্য পরিবেশনই বেশি প্রাধান্য পেত ২৬ টি সংখ্যা প্রকাশিত হওয়ার পর এ পত্রিকা বন্ধ হয়ে যায় ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions