তোমার মার বাড়ি, তুমি যাও, আমি আমার বাড়িতে থাকি। আবার আমাকে দেখতে এসো।' উক্তিটি কোন গ্রন্থ থেকে নেয়া হয়েছে?
A রক্তাক্ত প্রান্তর
B অসমাপ্ত আত্মজীবনী
C কারাগারের রোজনামচা
D দৌলত কাজী
Solution
Correct Answer: Option C
- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাগারের জীবনকেন্দ্রিক রচনা 'কারাগারের রোজনমচা ' ।
- বঙ্গবন্ধু ১৯৬৬ সালের ২ জুন থেকে ৬৭ সালের ২২ জুন পর্যন্ত কেন্দ্রীয় কারাগারে এবং ১৯৬৮ সালের ১৮ জানুয়ারি থেকে ৬৯ সালের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত কুর্মিটোলা সেনানিবাসে অন্তরীণ থাকা অবস্থায় প্রতিদিন ডায়েরি লিখতেন
- সেই ডায়েরির পরিমার্জিত রুপ 'কারাগারের রোজনমচা '।
- গ্রন্থটি জাতির পিতা ৯৭ তম জন্মদিন ১৭ মার্চ ,২০১৭ সালে প্রকাশিত হয় ।
- এ গ্রন্থে রাসেলকে নিয়ে বঙ্গবন্ধু বলেছেন '৮ ফেব্রুয়ারি ২ বছরের ছেলেটা এসে বলে ,আব্বা বাড়ি চলো ' । কী উত্তর ওকে আমি দিব ?ওকে ভোলাতে চেষ্টা করলাম ,ওতো বোঝে না আমি কারাবন্দি ।ওকে বললাম 'তোমার মার বাড়ি ,তুমি যাও । আমি আমার বাড়িতে থাকি । আবার আমাকে দেখতে এসো '।