‘অসমাপ্ত আত্মজীবনী’-তে উল্লিখিত আন্দামান বলতে কী বুঝায়?

A পাকিস্তান আমলের সরকারি অফিস

B ইংরেজ আমলের জেলখানা

C একটি সাগরের নাম

D একটি জেলার নাম

Solution

Correct Answer: Option B

- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনকাহিনী ভিত্তিক রচনা 'অসমাপ্ত আত্মজীবনী ' ।
- এটি জুন,২০১২ সালে প্রকাশিত হয় ।
- এ গ্রন্থে উল্লিখিত 'আন্দামান' হল ইংরেজ আমলের জেলখানা.
- ১৮৫৭ সালে সংঘটিত সিপাহী বিদ্রোহের সময় থেকেই আন্দামান দ্বীপপুঞ্জকে ব্রিটিশরা বন্ধিশিবির হিসেবে ব্যবহার করে আসছিল ।
- ব্রিটিশ বিরোধী বিপ্লবীদের লোকচক্ষুর অন্তরালে রাখতে ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই দ্বীপপুঞ্জে সারাজীবনের জন্য অন্তরীণ রাখা হত ।
- এ কারণেই ১৯০৬ সালে পোর্ট ব্লেয়ারে সবচেয়ে উচু ভূমিতে ৬৯৩ টি কক্ষবিশিষ্ট কারাগার তৈরি করা হয় ।
- কারাগারটির নাম রাখা হয় সেলুলার জেল ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions