১৮ ফিট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙ্গে গেল যে, ভাঙ্গা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে ৩০ ডিগ্রি কোণ উৎপন্ন করলো। খুঁটিটি মাটি থেকে কত ফুট উঁচুতে ভেঙ্গে গিয়েছিল?
A ১৫ ফুট
B ১২ ফুট
C ৯ ফুট
D ৬ ফুট
Solution
Correct Answer: Option D
খুঁটিটি মাটি হতে x ফুট উঁচুতে ভেঙ্গে থাকলে ,ভাঙ্গা অংশের দৈর্ঘ্য (18-x) ফুট এখন ,sinθ =লম্ব/অতিভুজ বা, sin30⁰=x/18-x বা,1/2=x/18-x বা,18-x=2x বা,3x=18 অতএব ,x=6 খুঁটিটি মাটি হতে 6 ফুট উঁচুতে ভেঙ্গে ছিল ।
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions