একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা ২ সেন্টেমিটার ছােট, কিন্তু অতিভূজ ভূমি অপেক্ষা ২ সেন্টিমিটার বড়। অতিভূজের দৈর্ঘ্য কত?

A ৬ সেন্টিমিটার

B ১০ সেন্টিমিটার

C ৮ সেন্টিমিটার

D ৪ সেন্টিমিটার

Solution

Correct Answer: Option B

মনে করি ,
সমকোণী ত্রিভুজটির লম্ব =x
সমকোণী ত্রিভুজটির ভূমি =x+২
সমকোণী ত্রিভুজটির অতিভুজ =x+২+২
                                     =x+৪
প্রশ্নমতে ,(x+৪)²=x²+(x+২)²
 বা, x²+৮x+১৬=x²+x²+৪x+৪
 বা,x²-৬x+২x-১২=০
 বা, x(x-৬)+২(x-৬)=০
 বা,(x-৬)(x+২)=0

অতএব,x-৬=০
      বা, x=৬
অতএব ,অতিভুজের দৈর্ঘ্য =৬+৪=১০ সেন্টিমিটার ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions