২০২৩-২৪ অর্থবছরে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা কত ?
A দুই লাখ আঠানব্বই হাজার কোটি টাকা
B ছয় লাখ তিন হাজার ছয়শত একাশি কোটি টাকা
C পাঁচ লাখ কোটি টাকা
D তিন লাখ ঊননব্বই হাজার কোটি টাকা
Solution
Correct Answer: Option C
- ২০২৩-২৪ অর্থবছরের বাজেটটি হলো স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে প্রথম বাজেট।
- বাজেট পেশ - ১ জুন,২০২৩।
- বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল।
- বাজেট কার্যকর হয়েছে - ১ জুলাই, ২০২৩।
- বাংলাদেশের অর্থবছর -১ জুলাই থেকে ৩০ জুন।
- এ বছরের বাজেট- ৫২তম ( অন্তর্বর্তীকালীনসহ ৫৩তম)।
- বাজেটের আকার - ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।
- রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা - ৫ লাখ কোটি টাকা।
- বাজেট ঘাটতি - ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচি ( ADP) - ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা।
- মুদ্রাস্ফীতি হার - ৬ শতাংশ।
- জিডিপির প্রবৃদ্ধির হার - ৭.৫ শতাংশ।
- করমুক্ত আয়সীমা - সাড়ে ৩ লাখ টাকা