বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে কোনটি?
Solution
Correct Answer: Option A
- প্রণালী হল এক ধরনের সংকীর্ণ জলভাগ ,যা দুটি বৃহৎ জলভাগকে যুক্ত করে এবং দুটি স্থলভাগকে বিচ্ছিন্ন করে ।
- সুন্দা প্রণালী জাভা সাগর ও বঙ্গোপসাগরকে (ভারত মহাসাগর ) যুক্ত করেছে আর সুমাত্রা ও জাভা দ্বীপকে পৃথক করেছে।
- মালাক্কা প্রণালী ইন্দোনেশিয়ার সুমাত্রা ও মালয়েশিয়াকে পৃথক করেছেন এবং ভারত মহাসাগরের আন্দামান সাগরকে দক্ষিণ চীন সাগরের সঙ্গে যুক্ত করেছে ।
- মালাক্কা প্রণালী বঙ্গোপসাগরকে সরাসরি জাভা সাগরের সাথে যুক্ত করে না। এটি আন্দামান সাগর দিয়ে বঙ্গোপসাগরের সঙ্গে সংযুক্ত হলেও, জাভা সাগরে পৌঁছাতে সুন্দা প্রণালী অতিক্রম করতে হয়।