১৯৭০ সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন লাভ করে?

A 288

B 290

C 280

D 160

Solution

Correct Answer: Option A

- ১৭ ডিসেম্বর ,১৯৭০ সালে অবিভক্ত পাকিস্তানের প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
- পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের ৩০০+১০ টি আসনের মধ্যে আওয়ামী লীগ সংরক্ষিত ১০ টি আসনসহ মোট ২৯৮ টি (২৮৮+১০) আসনে জয়লাভ করে নিরস্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ।
- আর ৭ ডিসেম্বর ,১৯৭০ সালে জাতীয় পরিষদে সাধারণ নির্বাচনে ৩০০ টি+ ১৩ টি আসনের মধ্যে আওয়ামী লীগ সংরক্ষিত ৭ টি আসনসহ মোট ১৬৭ টি আসন লাভ করে ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions