- ইরানের আইনসভার নাম মজলিশ।
- এটি People's House নামে পরিচিত ,যা ইরানের জাতীয় আইন প্রণয়নকারী স্বতন্ত্র সংগঠন ।
- এতে মোট আসন সংখ্যা ২৯০ জন ।
আরও কিছু দেশের আইনসভার নামঃ
-বাংলাদেশের আইন সভার নাম হল- জাতীয় সংসদ ।
-ভারতের আইন সভার নাম হল- লোকসভা বা রাজ্যসভা ।
-পাকিস্তানের আইন সভার নাম হল- জাতীয় পরিষদ বা সিনেট ।
-আফগানিস্তানের আইন সভার নাম হল- লয়াজিরগা ।
-ভুটানের আইন সভার নাম হল- সোংডু ।
-ডেমার্কের আইন সভার নাম হল- ফোকেট ।
-মালয়েশিয়ার আইন সভার নাম হল- মজলিস ।
-মঙ্গোলিয়ার আইন সভার নাম হল- থুরাল ।
-তাই্ওয়ানের আইন সভার নাম হল- উয়ান ।