Solution
Correct Answer: Option C
- Egalitarian (সমানিধিকারী ) এর antonym হচ্ছে elitist(অভিজাত) .
- অর্থাৎ egalitarian বলতে এমন এক সমাজ ব্যবস্থাকে বোঝায় যেখানে সমস্ত মানুষকে সমান মর্যাদা দেওয়া হয় । অন্যদিকে elitist বলতে সুবিধাপ্রাপ্ত নির্দিষ্ট একশ্রেণির মানুষকে বোঝায় ।
- Level: সমতল, মসৃণ;
- Even: সমান
- Equal: সমসংখ্যক; সমান পরিমাণের।