ক্যান্সার চিকিৎসায় যে বিকিরণ ব্যবহার করা হয় তা হলো-
A আলফা রেস (Alpha rays)
B বিটা রেস (Beta rays)
C গামা রেস (Gama rays)
D এক্স রেস (X-rays)
Solution
Correct Answer: Option C
- শরীরের কোষের অস্বাভাবিক ও অনিয়ন্ত্রিত বৃদ্ধিই ক্যানসার।
- এর চিকিৎসায় ব্যবহৃত হয় গামা বিকিরণ।
- আর গামা বিকিরণের উৎস আইসোটোপ।
- সাধারণত ক্যান্সার চিকিৎসায় কোবাল্ট ৬০ (৬০c0) আইসোটপ ব্যবহৃত হয়।