শিয়ারফোর্স ডায়াগ্রামের হেলানো রেখা কোন ধরনের লোড নির্দেশ করে?
Solution
Correct Answer: Option B
- শিয়ারফোর্স ডায়াগ্রামে হেলানো রেখা (Inclined line) সমভাবে বিস্তৃত লোড নির্দেশ করে।
- যখন কোনো লোড সমভাবে বিস্তৃত হয়, তখন তার সাপোর্টে লোডের প্রভাব ধীরে ধীরে বৃদ্ধি বা হ্রাস পায়।
- এই ধরনের লোডের ক্ষেত্রে শিয়ারফোর্স ডায়াগ্রামে রেখাটি একটি হেলানো অবস্থানে থাকে, যা সমভাবে বিস্তৃত চাপ বা লোডের উপস্থিতি নির্দেশ করে।