Solution
Correct Answer: Option D
- একটি পরমাণুর চতুর্থ কক্ষে ৩২টি ইলেকট্রন থাকতে পারে।
- চতুর্থ কক্ষে ৩টি সাব-কক্ষ থাকে: s (1 সাব-কক্ষ), p (3 সাব-কক্ষ), d (5 সাব-কক্ষ), f (7 সাব-কক্ষ)। প্রতিটি সাব-কক্ষে সর্বাধিক ২টি ইলেকট্রন থাকতে পারে।
- তাই, চতুর্থ কক্ষে ইলেকট্রনের সংখ্যা মোট (2 × 1) + (2 × 3) + (2 × 5) + (2 × 7) = 32 হয়।