ক ও খ এর বেতনের অনুপাত ৭ : ৫। ক, খ অপেক্ষা ৪০০ টাকা বেশি বেতন পেলে খ এর বেতন কত?
A ৯০০ টাকা
B ১০০০ টাকা
C ১১০০ টাকা
D ১৬০০ টাকা
Solution
Correct Answer: Option B
মনে করি,
ক এর বেতন ৭x টাকা
খ এর বেতন ৫x টাকা
প্রশ্নমতে,
৭x - ৫x = ৪০০
বা, ২x = ৪০০
∴ x = ৪০০/২ = ২০০ টাকা
∴ খ এর বেতন (৫ χ ২০০) = ১০০০টাকা