বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত?

A সিলেটের বনভূমি

B পার্বত্য চট্টগ্রামের বনভূমি

C ভাওয়াল ও মধুপুরের বনভূমি

D খুলনা, বরিশাল ও পটুয়াখালীর বনভূমি

Solution

Correct Answer: Option C

• ভাওয়াল ও মধুপুরের বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত।
• এই বনভূমি গাজীপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলায় বিস্তৃত।
• এই ক্রান্তীয় আর্দ্র পাতাঝরা বনে শাল, শিমুল, অর্জুন, কড়ই, গজারি, বহেরা প্রভৃতি গাছ পাওয়া যায়।
• এর আয়তন ৪১০৩ বর্গ কিলোমিটার।
• সমভূমি থেকে এর উচ্চতা প্রায় ৩০ মিটার।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions