Correct Answer: Option D
- ২০২৪ সালে G-20 বাৎসরিক সম্মেলন ব্রাজিলের রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত হয়।
- এটি ছিল G-20 এর ১৯তম সম্মেলন এবং ব্রাজিল প্রথমবারের মতো এই সম্মেলনের আয়োজন করে।
- সম্মেলনটি ১৮-১৯ নভেম্বর, ২০২৪ তারিখে রিও ডি জেনেইরোর মডার্ন আর্ট মিউজিয়ামে অনুষ্ঠিত হয়।
- ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এই সম্মেলনের সভাপতিত্ব করেন।
- সম্মেলনের মূল থিম ছিল "Building a Just World and a Sustainable Planet" (একটি ন্যায্য বিশ্ব এবং টেকসই গ্রহ গঠন)।
- ২০২৫ সালে G-20 সম্মেলন দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে।
- দক্ষিণ আফ্রিকা এই সম্মেলনের আয়োজক দেশ হিসেবে দায়িত্ব পালন করবে।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions