বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোনটি ড. মুহম্মদ শহীদুল্লাহর লেখা?
A বঙ্গভাষা ও সাহিত্য
B বাঙ্গালা সাহিত্যের ইতিহাস
C বাংলা সাহিত্যের ইতিবৃত্ত
D বাংলা সাহিত্যের কথা
Solution
Correct Answer: Option D
- বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থ ------------লেখক
- বাংলা সাহিত্যের কথা (২ খণ্ডে পক্রাশিত)-------ড. মুহম্মদ শহীদুল্লাহ
- বঙ্গভাষা ও সাহিত্য (ইতিহাস বিষয়ক প্রথম গ্রন্থ )----ড. দীনেশচন্দ্র সেন
- বাঙ্গালা সাহিত্যের ইতিহাস (৫ খণ্ডে প্রকাশিত)------ড. সুকুমার সেন
- বাংলা সাহিত্যের ইতিবৃত্ত ----------------------------মুহম্মদ আবদুল হাই এবং সৈয়দ আলী আহসান
- বাংলা সাহিত্যের রুপরেখা --------------------গোপাল হায়দার
- বাংলা সাহিত্যের পুরাবৃত্ত --------------------- ড. গোপাল হায়দার
- বাঙালি ও বাংলা সাহিত্য -------------------ড. আহমদ শরীফ
- লাল নীল দীপাবলি ----------------------হুমায়ুন আজাদ