ড. মুহম্মদ শহীদুল্লাহ্ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কী?

A Buddhist Mystic Songs

B চর্যাগীতিকা

C চর্যাগীতিকোষ

D হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা

Solution

Correct Answer: Option A

ভাষাবিজ্ঞানী ড. মুহম্মদ শহীদুল্লাহ্ (১৮৮৫-১৯৬৯) সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থ– ‘Buddhist Mystic Songs’ (১৯৬০)।
● তার কয়েকটি উল্লেখযোগ্য অনুবাদ গ্রন্থ :
- দীওয়ানে হাফিজ,
- অমিয়শতক,
- রুবাইয়াত-ই-ওমর খ্যায়াম,
- বিদ্যাপতি শতক, ম
- হররম শরীফ,
- Hundred Sayings of the Holy Prophet।

● তার ভাষাতত্ত্ব বিষয়ক উল্লেখযোগ্য গ্রন্থ :
- ভাষা ও সাহিত্য,
- বাংলা ব্যাকরণ এবং
- বাংলা ভাষার ইতিবৃত্ত।

● তার সম্পাদনায় রচিত হয় – বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions