আর্য পূর্ব জনগোষ্ঠী মূলত বিভক্ত - চার ভাগে;
১.নেগ্রিটো
২.অস্ট্রিক
৩.দ্রাবিড়
৪.ভোটচীনীয়।
- বাংলাদেশের প্রাচীন জাতি হলো
দ্রাবিড়।
- বাংলার আদি জনগণের অধিবাসিরা নিষাদ জাতির অন্তর্ভুক্ত।
- বাংলা আদি অধিবাসীগণ অস্ট্রিক ভাষাভাষী ছিল।
- বাংলাদেশে বসবাসকারী উপজাতির বড় অংশ হলো মঙ্গোলয়েড।