কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়?

A প্রতিফলন

B প্রতিসরণ

C প্রতিধ্বনি

D প্রতিভিম্ভ

Solution

Correct Answer: Option C

- ফ্যাদোম হলো গভীরতা পরিমাপের একটি একক।
- ফ্যাদোমিটার যন্ত্রের সাহায্যে প্রতিধ্বনির মাধ্যমে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়
- ১ ফ্যাদোম = ৬ ফুট।

• ক্যালরিমিটার – তাপ পরিমাপক যন্ত্র।
• ক্রনোমিটার – সূক্ষ্ম সময় পরিমাপক যন্ত্র।
• রেইনগেজ – বৃষ্টি পরিমাপক যন্ত্র।
• অ্যানিমোমিটার – বাতাসের গতিবেগ পরিমাপক যন্ত্র।
• ফ্যাদোমিটার – সমুদ্রের গভীরতা পরিমাপক যন্ত্র।
• সেক্সট্যান্ট – গ্রহ-নক্ষত্রের উন্নতি পরিমাপক যন্ত্র।
• হাইগ্রোমিটার – বাতাসের আর্দ্রতা মাপক যন্ত্র।
• হাইড্রোমিটার – তরলের আপেক্ষিক গুরুত্ব/ঘনত্ব মাপক যন্ত্র।
• অলটিমিটার – বিমানের উচ্চতা মাপক যন্ত্র।
• স্পিডোমিটার – দ্রুতি পরিমাপক যন্ত্র।
• টেনসিওমিটার – তরলের পৃষ্ঠটান পরিমাপক যন্ত্র।
• রিক্টার স্কেল – ভূমিকম্পের তীব্রতা পরিমাপক যন্ত্র।
• অ্যামিটার – বিদ্যুৎ প্রবাহ পরিমাপক যন্ত্র।
• ফনোগ্রাফ – শব্দ রেকর্ড করার জন্য ব্যবহৃত যন্ত্র।
• স্টেথোস্কোপ – হৃদপিণ্ড ও ফুসফুসের শব্দ নিরূপণ যন্ত্র।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions