Solution
Correct Answer: Option A
-ইথিলিন একটি এলিফেটিক হাইড্রোকার্বন জাত গ্যাসীয় পদার্থ। এর সংকেত C2H4 । এটি একটি দাহ্য গ্যাস।
-ইথিলিনকে বিশেষ প্রভাবক দ্বারা চাপে বিক্রিয়া ঘটালে পলি-ইথিলিন তৈরি হয়। যা বাজারে পলিথিন নামে পরিচিত। পলি-ইথিলিন আসলে ইথিলিনের পলিমার বা সমগোত্রীয়।
-পলিথিন, প্লাস্টিক দ্রব্যাদি তৈরিতে ইথিলিন বা এর পলিমার ব্যাপক ভাবে ব্যবহৃত হয়। অল্পমাত্রায় ইথিলিন ফাইটো হরমোন হিসাবে উপস্থিত।
-ফল পাকানোর জন্য দায়ী ফাইটোহরমোনের নাম ইথিলিন। লাইকোপেনের কারণে ফলের রং লাল হয় ।