৮ জন পুরুষ বা ১৮ জন বালক একটি কাজ ৩৬ দিনে করতে পারে। ১৬ জন পুরুষ ও ১৮ জন বালক সেই কাজের দ্বিগুণ একটি কাজ কত দিনে করতে পারবে?

A ২৪

B ২৬

C ২৮

D ৩০

Solution

Correct Answer: Option A

৮ জন পুরুষের ১ দিনের কাজ = ১/৩৬ কাজ
১৮ জন বালকের ১ দিনের কাজ = ১/৩৬ কাজ

১ জন পুরুষের ১ দিনের কাজ = ১/(৮×৩৬) = ১/২৮৮ কাজ
১ জন বালকের ১ দিনের কাজ = ১/(১৮×৩৬) = ১/৬৪৮ কাজ

১৬ জন পুরুষের ১ দিনের কাজ = ১৬ × (১/২৮৮) = ১৬/২৮৮ কাজ
১৮ জন বালকের ১ দিনের কাজ = ১৮ × (১/৬৪৮) = ১৮/৬৪৮ কাজ

মোট ১ দিনের কাজ = (১৬/২৮৮) + (১৮/৬৪৮)
                        = (১৬×৬৪৮ + ১৮×২৮৮)/(২৮৮×৬৪৮)
                        = ১/১২ কাজ

দ্বিগুণ কাজের পরিমাণ = ২ কাজ
প্রতিদিন হয় = ১/১২ কাজ
মোট দিন = ২ ÷ (১/১২)
            = ২ × ১২
            = ২৪ দিন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions