ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত ৪৯ : ১ হলে ২০০ কেজি ইস্পাতে কার্বনের পরিমাণ কত?
A ৪০ কেজি
B ৪ কেজি
C ২০ কেজি
D ২ কেজি
Solution
Correct Answer: Option B
লোহা ও কার্বনের অনুপাত ৪৯ : ১
অনুপাতের যোগফল ৪৯ + ১ = ৫০
কার্বনের আনুপাতিক ভাগ = ১/৫০
∴ ২০০ কেজি ইস্পাতে কার্বনের পরিমাণ = (২০০ × ১/৫০) কেজি = ৪ কেজি