Solution
Correct Answer: Option D
সঠিক উত্তর: D) Taxonomy : Classification
- Oncology হল Tumor সম্পর্কিত বিজ্ঞান, একইভাবে Taxonomy হল Classification সম্পর্কিত বিজ্ঞান। এই দুটি জোড়ায় একই ধরনের সম্পর্ক আছে।
অন্য অপশনগুলি ভুল কেন:
Theology : Tenet - Theology শুধুমাত্র Tenet নিয়ে নয়, সামগ্রিক ধর্ম নিয়ে অধ্যয়ন করে।
Oral : Sound - এদের মধ্যে বিজ্ঞান-অধ্যয়নবিষয় সম্পর্ক নেই।
Chronology : Time - Chronology হল সময়ের ক্রমানুসারে ঘটনার বিন্যাস, Time নিয়ে অধ্যয়নের বিজ্ঞান নয়।