২০১৮ সালের ১২ জানুয়ারি শুক্রবার হলে, একই বছরের ১৭ মার্চ কী বার ছিল?
A শনিবার
B সোমবার
C বৃহস্পতিবার
D শুক্রবার
Solution
Correct Answer: Option A
২০১৮ সালের ১২ জানুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত = ৬৪ দিন
৬৪ দিনকে ৭ দ্বারা ভাগ করলে পাই ৯, এই সময়ের মধ্যে ৯টা শুক্রবার আসবে।
৬৪-(৯ × ৭)=১, যেহেতু আরো একদিন বাকি আছে, তাই পরের দিন বা ৬৪ তম দিনে শনিবার হবে।