বাংলায় টিএস এলিয়টের কবিতার প্রথম অনুবাদ-

A রবীন্দ্রনাথ ঠাকুর

B বিষ্ণু দে

C সুধীন্দ্রনাথ ঠাকুর

D বুদ্ধদেব বসু

Solution

Correct Answer: Option A

• প্রথম বাংলায় টি. এস. এলিয়টের কবিতা অনুবাদ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। 
• টি. এস. এলিয়টের The Journey of the Magi কবিতার অনুবাদ করা হয়েছিলো।
• রবীন্দ্রনাথ তার "পুনশ্চ" কাব্যে "তীর্থযাত্রী" কবিতা নামে এটি সংকলন করেছিলেন।

• তবে, বিষ্ণু দে ১৯৫০ সালে এলিয়েটের কবিতা অনুবাদ করেন।
• বুদ্ধদেব বসুও পরবর্তীতে ‘এলিয়টের কবিতা’ নামে তার কবিতা অনুবাদ করেন।

 উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য - ড সৌমিত্র শেখর

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions