'কাক ভূষণ্ডি ও ভূশণ্ডির কাক দুটি শব্দেরই একই অর্থ -দীর্ঘায়ু ব্যক্তি ।
কিছু গুরত্বপূর্ণ বাগধারাঃ
বুদ্ধির ঢেঁকি - নিরেট মূর্খ
সাক্ষী গোপাল - নিষ্ক্রিয় দর্শক
বক ধার্মিক/ বিড়াল তপস্বী - ভণ্ড সাধু
পালের গোদা - দলপতি
কেউ কাটা - সামান্য
কুমড়ো কাটা বটঠাকুর - অকর্মণ্য লোক
ভিজে বিড়াল - কপটচারী।