Solution
Correct Answer: Option B
- কোনো মাধ্যমে শব্দ প্রতি সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে শব্দের বেগ বলে।
- যে মাধ্যমের ঘনত্ব যত বেশি এবং স্থিতিস্থাপক সে মাধ্যমের শব্দের বেগ তত বেশি।
- এজন্য কঠিন মাধ্যমে শব্দের গতিবেগ সবচেয়ে বেশি।
- লোহা কঠিন মাধ্যম। তাই লোহার মধ্যে শব্দের বেগ বেশি।
- শূন্যমাধ্যমে শব্দের বেগ শূন্য।