সরকারি সিদ্ধান্তের ক্ষেত্রে ‘স্বার্থের সংঘাত' (conflict of interest)- এর উদ্ভব হয় যখন গৃহীতব্য সিদ্ধান্তের সঙ্গে-
A সিদ্ধান্ত গ্রহণকারী কর্মকর্তার নিজের বা পরিবারের সদস্যদের স্বার্থ জড়িত থাকে
B প্রভাবশালী ব্যক্তি বা ব্যক্তিবর্গের স্বার্থ জড়িত থাকে
C সরকারি স্বার্থ জড়িত থাকে
D উর্ধ্বতন কর্তৃপক্ষের স্বার্থ জড়িত থাকে
Solution
Correct Answer: Option A
- কর্মক্ষেত্রে একজন ব্যক্তির ব্যক্তিগত স্বার্থ (পরিবার, বন্ধুত্ব, আর্থিক, সামাজিক) যখন তার পেশাগত দায়িত্বের সাথে বিরোধী হয় তখন তাকে স্বার্থের সংঘাত বলে।
- এটি শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থের সাথে সম্পর্কিত।
উদাহরণ হিসেবেঃ
- একজন শিক্ষক তার নিজের সন্তানকে অন্য শিক্ষার্থীদের তুলনায় অতিরিক্ত সুবিধা প্রদান করলে।
- একজন সাংবাদিক তার নিজের ব্যবসার প্রচার করার জন্য তার নিবন্ধ ব্যবহার করলে।