হৃদয়ের মাঝে মেঘ উদয় করি ।নয়নের মাঝে ঝরিল বাড়ি । এখানে কি ধরনের অলঙ্কার এর প্রয়োগ হয়েছে ?
Solution
Correct Answer: Option A
একস্থানে কারণ থাকলে এবং অপরস্থানে কার্যোৎপত্তি হলে তাকে অসঙ্গতি অলঙ্কার বলে। যেমন ঃ হ্রদয় মাঝে মেঘ উদয় করি /নয়নের মাঝে ঝরিল বারি । প্রদত্ত উদাহরণের আমরা দেখতে পাই ,হ্রদয়ের মাঝে মেঘ জমেছে ,অথচ বৃষ্টি ঝড়েছে চোখ দিয়ে ।