Solution
Correct Answer: Option C
- কাজী নজরুল ইসলাম রচিত শিশুতোষ কাব্য 'ঝিঙেফুল' (১৯২৬)।
- এটি তিনি উৎসর্গ করেন বীর বাদলকে।
তাঁর রচিত অন্যান্য কাব্য:
- 'অগ্নিবীণা' (১৯২২),
- 'দোলনচাঁপা' (১৯২৩),
- 'বিষের বাঁশি' (১৯২৪),
- 'ভাঙার গান' (১৯২৪),
- 'ছায়ানট' (১৯২৪),
- 'চিত্তনামা' (১৯২৫),
- 'সাম্যবাদী' (১৯২৫),
- 'ঝিঙেফুল' (১৯২৬),
- 'সাতভাই চম্পা' (১৯২৬),
- 'সর্বহারা' (১৯২৬),
- 'ফণি-মনসা' (১৯২৭),
- 'সিন্ধু হিন্দোল' (১৯২৭),
- 'চক্রবাক' (১৯২৯),
- 'সন্ধ্যা' (১৯২৯),
- 'প্রলয়শিখা' (১৯৩০),
- 'মরুভাস্কর' (১৯৫০),
- 'শেষ সওগাত' (১৯৫৮),
- 'জিঞ্জির' (১৯২৮),
- 'পূবের হাওয়া' (১৯২৫),
- 'নির্ঝর' (১৯৩৯)।