দুটি সংখ্যার অনুপাত ৫ঃ৮ ।উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ঃ৩ হয় ।সংখ্যা দুটি কত?
Solution
Correct Answer: Option D
একটি সংখ্যা ৫x হলে অপর সংখ্যা ৮x
শর্তমতে ,(৫x+2):(৮x+২)=২ঃ৩
বা, (৫x+2)/(৮x+২)=২/৩
বা, ৩(৫x+2)=২(৮x+২)
বা, ১৫x+৬=১৬x+৪
অতএব ,x=২
অতএব , নির্ণেয় সংখ্যাদ্বয় (৫× ২) ও (৮× ২)
=১০ ,১৬