'বৃষ্টি পড়ে টাপুর টুপুর ' এখানে 'টাপুর টুপুর ' কোন পদ ?

A বিশেষ্য

B বিশেষণ

C ক্রিয়া

D অব্যয়

Solution

Correct Answer: Option D

যে অব্যয় ধ্বনির অনুকরণে গড়ে ওঠে, তাকে ধনাত্মক অব্যয় বলা হয়। কতকগুলি ধ্বন্যাত্মক অব্যয় বাস্তব ধ্বনির অনুকরণে সৃষ্ট। যেমন- দুমদাম (পতনের শব্দ), ঝমঝম (বৃষ্টির শব্দ), ঘেউঘেউ (কুকুরের ডাক) ইত্যাদি। 'বৃষ্টি পড়ে টাপুর টুপুর‘ এখানে টাপুর টুপুর অব্যয় পদের দ্বিরুক্তি । যা দ্বারা ধ্বনিব্যঞ্জনা প্রকাশ পেয়েছে ও বৃষ্টির ধ্বনির অবাস্থানকে বুঝায়। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions