'মাগো ভাবনা কেন,/আমরা তোমার শান্তিপ্রিয় ' -মুক্তিযুদ্ধ বিষয়ক গানটির রচয়িতা কে?
A গৌরিপ্রসন্ন মজুমদার
B খলিল চৌধুরী
C রজনীকান্ত সেন
D দ্বিজেন্দ্রলাল রায়
Solution
Correct Answer: Option A
- মুক্তিযুদ্ধবিষয়ক 'মাগো ভাবনা কেন,/আমরা তোমার শান্তিপ্রিয় ' গানটির রচিয়তা গৌরিপ্রসন্ন মজুমদার।
- সুরকার ও শিল্পী হেমন্ত মুখোপ্যাধ্যায়।
- ২০০৪ সালে বিবিসি জরিপে সর্বশ্রেষ্ঠ ২০টি গানের তালিকায় এটি অন্তভুর্ক্ত হয়।