প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাপদ। হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজদরবার থেকে চর্যাপদ আবিষ্কার করেন ।
- ড মুহম্মদ শহীদুল্লাহর মতে এর পদকর্তা ২৩ জন এবং
- ড সুকুমার সেনের মতে ২৪ জন ।
- সবচেয়ে বেশি ১৩ টি পদের রচয়িতা কাহ্নপা এবং প্রথম রচয়িতা লুইপা ।